রাঙ্গুনিয়ায় অবৈধ বালি আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার কোদালায় ইজারা বিহীন বালি উত্তোলনের বিরুদ্ধে সোমবার তিনটি স্থানে অভিযান চালিয়ে দু’টি খনন যন্ত্র জব্দ করা হয়। রাঙ্গুনিয়া থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন উপজেলা কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা। এসময় বালি তোলার কাজে জড়িত কাউকে পাওয়া যায়নি।

জানা যায়, উপজেলার কোদালা ইউনিয়নের জামছড়ি এলাকার কোদালা খাল থেকে ইজারা বিহীন বালি উত্তোলন করে অন্যত্র পাচার হয়ে আসছে। অপরিকল্পিত ভাবে বালি উত্তোলনের ফলে কর্ণফুলী নদী ও কোদালা খাল ভাঙ্গন দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কোদালা খালে বালি উত্তোলন বন্ধে রাঙ্গুনিয়া উপজেলা কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমার নেতৃত্বে জামছড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে বালি পাচারকারীরা পালিয়ে যায়। এসময় ৩টি স্থান থেকে দুটি বালি তোলার খনন যন্ত্র, বালি তোলার পাইপ ও সরঞ্জামাদি জব্দ করে নষ্ট করে দেয়া হয়েছে।

Read Previous

লক্ষ্মীছড়ির মগাইছড়িতে মতবিনিময় সভা, জোন কর্তৃক অনুদান প্রদান

Read Next

রাজস্থলীতে শারদীয় দূর্গোৎসব উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা