রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোল: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার ইছামতি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অপরাধে মনজুর হোসেন ওরফে টাক্কুইল্যা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তি নিকেতন ইছামতি খাল থেকে রাজনৈতিক পরিচয়ে বালু করে আসছে।
খালের তলদেশ থেকে উচ্চসম্পন্ন মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় খালের দু’পাড় তীব্র ভাঙ্গনের কবলে পড়ে। এতে শতশত ঘরবাড়ি ও শতশত একর জায়গা হুমকির মুখে পড়ে। গতকাল সোমবার রাঙ্গুনিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালান রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। শান্তিনিকেতন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জনৈক মনজুর হোসেনকে জরিমানা করা হয়েছে।
অন্যদিকে কর্ণফুলী নদীর কোদালা এলাকায় অবৈধভাবে কাঠ পাচারকালে ট্রলার ভর্তি কাঠ জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। কাঠ ২৬ হাজার ৫ শত টাকায় নিলামে বিক্রি করা হয়।