• December 26, 2024

রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় মাদক ব্যবসায়ী মো. ইব্রাহিম (৩২) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২১টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল হাজী বাড়ি আবুল কাশেমের সেগুন বাগান থেকে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মো. ইসমাঈলের নেতৃত্বে একদল পুলিশ মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে গ্রেপ্তার করে।

এই সময় প্যাকেটে মোড়ানো ২১ পিচ ইয়াবা ও দেশীয় তৈরি একটি এক নলা বন্দুক তার কাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ধৃত মাদক ব্যবসায়ী ইব্রাহিমের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post