শান্তি রঞ্জন চাকমা: চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়ার ইসলামপুর বগাবিল রাস্তার মাথা এলাকায় ইটভাটায় পাচারকালে বন বিভাগ অভিযান চালিয়ে ২০০ ঘনফুট অবৈধ জ্বালানী কাঠ জব্দ করেছে। যার আনুমানিক মূল্য অর্ধলক্ষাধিক টাকা বলে জানা গেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনাঞ্চল ও সামাজিক বনায়ন থেকে একটি প্রভাবশালী চক্র অবৈধ ভাবে কাঠ পাচার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জ কর্মকর্তা মো. খসরুল আমিনের নির্দেশে বগাবিল বিট কর্মকর্তা মো. সাফিউল ইসলামের নেতৃত্বে ইছামতি বিটের বনপ্রহরী মো. আলা উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমানের সহযোগীতায় গতকাল ভোর সকালে বগাবিল রাস্তার মাথা এলাকায় জ্বালানী কাঠ ভর্তি জীপ (ঢাকা-ক-৭৯৬৭) আটক করেন। জব্দকৃত কাঠ বন বিভাগের ইছামতি রেঞ্জ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় বিভাগীয় বন মামলা করা হয়েছে।