• November 21, 2024

রাঙ্গুনিয়ায় ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু, ৭টি বাড়ি ভস্মিভূত

 রাঙ্গুনিয়ায় ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু, ৭টি বাড়ি ভস্মিভূত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়া পারুয়ায় ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে বিনায়েত নাথ নামের আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিকান্ডে বিকাশ নাথ, সুজিত নাথ, বিধান নাথ, ঝন্টু নাথ, সুকুমার নাথ, টুন্টু নাথ, প্রদীপ নাথ এর বাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্র, আসবাবপত্রসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, উপজেলার পারুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটাখালী মধ্যম নাথ পাড়া এলাকায় গত সোমবার রাতে একটি বসতঘরে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে লেলিহান আগুন দ্রুত আশেপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বসতঘরগুলোর সবাই ঘর থেকে বের হয়ে এলেও শিশুপুত্র বিনায়েত নাথ বের হতে পারেননি। এতে ঘরের ভেতরেই আগুনে দগ্ধ হয়ে শিশুটি মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর পুড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর পিতা বিধান নাথ বলেন, ঘরে আগুন লাগার পর চারদিক কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা যে যেভাবে পেরেছেন ঘর থেকে বাইরে বের হয়ে এসেছেন। তবে শিশুটি বের হতে পারেননি। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার বলেন, রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। শুষ্ক মৌসুম হওয়ায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে শিশুর প্রাণহানি সহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post