রাঙ্গুনিয়ায় হযরত সাদেক শাহ্র ওরস সম্পন্ন
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নস্থ সাদেক নগরে গত ১৪ মার্চ হযরত মাওলানা সাদেক শাহ্ (রাহ্) এর ৫৮তম বার্ষিক উরস ও হযরত মাওলানা সাদেক শাহ্ দাখিল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মাস্টার মুহাম্মদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। প্রধান ওয়ায়িয ছিলেন ঢাকা কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারী। তাকরীর করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা গোলাম মুস্তাফা মুহাম্মদ নূরুন্নবী, মাওলানা বদরুদ্দোজা নঈমী, মাওলানা ফজলুল করিম হাফেজী, মাওলানা সাইফুল ইসলাম আলকাদেরী, মাওলানা নজরুল ইসলাম আলকাদেরী।
উদ্বোধনী বক্তব্য রাখেন মাদরাসার সুপারিন মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার। অতিথি বক্তা ছিলেন রাঙ্গুনিয়া মানবাধিকার সালিসী সদস্য নেসারুল হক পেয়ারু, মানবাধিকার ইসলামপুর শাখার সভাপতি আলহাজ্ব মাস্টার আবুল বশর তালুকদার, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, রাজানগর শাখার সাধারণ সম্পাদক ওয়াকিল আহমদ প্রমুখ।