রাফি’র হত্যাকারীর ফাঁসীর দাবীতে লক্ষ্মীছড়িতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: ফেনী’র সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল বুধবার বিকাল ৩টার দিকে লক্ষ্মীছড়ি উপজেলা সদরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে লক্ষ্মীছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।
দেশে বিচার ব্যবস্থার কঠোর প্রয়োগ না থাকায় দিনে দিনে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। নুসরাত’র আগুনে পুড়িয়ে হত্যায় জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন করতে সরকারের কঠোর অবস্থানের দাবিও জানানো হয়।
এসময় লক্ষ্মীছড়ি মডেল সরকরি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সেকান্দার আলী, আব্দুর রহিম মিয়াজী ও হরিলাল চাকমাসহ অন্যান্যরা মানববন্ধনে অংশ নেন।