রামগড়ে তৈল মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 রামগড়ে তৈল মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: রামগড় সোনাইপুল বাজারে অবৈধভাবে সয়াবিন তেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় ডিলিং লাইসেন্স ব্যতিত ভোজ্য তেল এর ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করা এবং সয়াবিন তেল মজুতকরণ এর অপরাধে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৬ ধারায় সোনাইপুল বাজারের খান ট্রেডার্স কে ১ লাখ টাকা এবং আলমগীর স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজারে অস্থিতিশীল করার চেষ্টা করছিল।
অভিযানকালে তারা আদালতের কাছে অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে ভ্রাম্যমাণ আদালত তাদের দুইজনকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।  আমাদের এ অভিযান অব্যাহত  থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান। এসময় রামগড় থানার এস আই সামছুল আমিন সহ ফোর্স এবং আনসার ফোর্স উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post