রামগড়ে অবৈধভাবে ফসলী জমির মাটি ও বালু উত্তোলন: জরিমানা আদায়

শেয়ার করুন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলাধীন ১ নং রামগড় ইউপির থানাচন্দ্রপাড়া এলাকায় অবৈধভাবে ফসলী জমির মাটি ও বালু উত্তোলনের দায়ে মো. মনির হোসেন নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

২৭ আগষ্ট বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০  অনুযায়ী ওই এলাকার মো: মনির হোসেন পিতা আবুল হোসেনকে একটি মামলায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন এপ্রতিনিধিকে বলেন, ভূমির আকৃতি পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় একটি গুরুত্বর আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযুক্তর ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় উক্ত ব্যক্তিকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, উপজেলার সর্বত্র অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে কাউকে কোন প্রকার ছাড়দেয়া হবেনা বলে জানান।