• December 27, 2024

রামগড়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

 রামগড়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী নেতৃত্ব অংশ গ্রহন এমন প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ ডিসেম্বর (শুক্রবার) ৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে রামগড়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা অফিসার আজিজুর রহমান আনজুম সঞ্চালনায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস,পিআইও মনসুর আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা সহকারী তথ্য অফিসার বেলায়েত হোসেন,উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন সহ স্থানীয় সংবাদকর্মীগন প্রমুখ। পরে দিবসটি উপলক্ষে ৫০জন অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই সহ কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post