রামগড়ে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
রতন বৈষ্ণব ত্রিপুরা,রামগড়: বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে রামগড় উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে রামগড় সদর ইউনিয়ন ও পৌর শাখার কৃষকদের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
৪ জানুয়ারি শনিবার সকাল ১১টায় রামগড় লেক পাড়ে কৃষক দলের শাহীন’র সঞ্চালনায় রামগড় উপজেলা কৃষকদলের সভাপতি সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, এড. রবিউল হাসান (পলাশ)।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির উপজাতিয় বিষয়ক সহ সম্পাদক নীলপদ চাকমা, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা কৃষকদের সমস্যা, কৃষি উন্নয়ন, এবং সরকারি সহায়তার বিষয়ে আলোচনা করেন। কৃষক সমাজের উন্নয়নে কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এ ধরনের সমাবেশ কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত হওয়ার প্রেরণা জোগাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
এ সময় রামগড় উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অংগ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ রামগড় উপজেলা, পৌর ও সদর ইউনিয়ন শাখার কৃষক দলের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।