রামগড়ে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ প্রদান

শেয়ার করুন

রতন বৈষ্ণব ত্রিপুরা,রামগড়: শিক্ষার আলো পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে এবং তরুণ প্রজন্মকে জ্ঞানের আলো ছড়িয়ে নিতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে রামগড় উপজেলার অসচ্ছল ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।

১৭ জানুয়ারি শনিবার বিকালে দলীয় কার্যালয়ে ৫০ জন শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, খাতা, কলম ও তিন শিক্ষার্থীকে ফরম পূরণের জন্য আর্থিক অনুদানসহ এক শিক্ষা প্রতিষ্ঠানকে সাউন্ড সিস্টেম প্রদান করা হয়। যা শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে আরো সমৃদ্ধ করবে। ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ ওয়াদুদ ভূঁইয়া বলেন,খাগড়াছড়ি পার্বত্যাঞ্চলের পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের এই কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে গড়ে উঠবে আলোকিত প্রজন্ম।

ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন উপজেলার যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া- যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু- কোষাধ্যক্ষ ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি কামাল উদ্দিন দ্বীপ্ত, রামগড় উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু, পৌর বিএনপি সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ। এছাড়াও ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের সংগঠক মিজানুর রহমানসহ উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, এটি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের মনোবল আরও বাড়াবে। এছাড়া শিক্ষা খাতে তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার এই উদ্যোগ ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।