খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলায় চাঁদা আদায়কালে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট)-এর এক সদস্যকে স্থানীয় ক্ষুব্ধ জনতা আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেছে। আটক ব্যক্তির নাম বাইত্রাম চাকমা, সে উপজেলার মরা কয়লা গ্রামের দম কমর চাকমার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বাটনতলী এলাকায় স্থানীয় অধিবাসী মো. জাহাঙ্গীরের কচুক্ষেতে ফসল তোলার সময় বাইত্রাম চাকমা তার কাছে চাঁদা দাবি করে। এরপর আজ বৃহস্পতিবার বিকেলের দিকে রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লালছড়ি এলাকায় চাঁদা আনতে এলে স্থানীয় ক্ষুব্ধ জনতা তাকে আটক করে সেনাবাহিনীর ক্যাম্পে সোপর্দ করে। পরে বিকেল ৫টার দিকে সেনাবাহিনী আটককৃত ব্যক্তিকে রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন জানান, “চাঁদাবাজির সময় স্থানীয়রা ইউপিডিএফের ওই সদস্যকে আটক করে সেনাবাহিনীর কাছে দেয়। পরে সেনাবাহিনী তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আটক যুবক ইউপিডিএফের সক্রিয় চাঁদা কালেক্টর। এ ঘটনায় রামগড় থানায় চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।