রামগড়ে জাতীয় নিরাপদ সড়ক ২০২৫ উদযাপিত

শেয়ার করুন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে ” মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি- কমবে জীবন ও সম্পদের ক্ষতি “- এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

২২ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে একটি র্যালি শুরু হয়ে প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ পরিবহন বিভাগের চালক- শ্রমিক বৃন্দ।

আলোচনা সভায় বক্তাগন বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, পথচারী ও যাত্রী সেবার সচেতনতা জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চললেই সড়কে মৃত্যুহার অনেকাংশে কমানো সম্ভব বলে মত প্রকাশ করেন।