রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: রামগড় উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে “বিজয় র্যালী” অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় রামগড় উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিজয় র্যালীটি রামগড় পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সামনে এক পথসভায় মধ্যে দিয়ে শেষ হয়। এতে রামগড় উপজেলা, পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো.জসিম উদ্দিনের সভাপতিত্বে বিজয় র্যালীতে
উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি এবং রামগড় উপজেলা ও পৌর বিএনপির সমন্বয়ক হাফেজ আহমদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মো.সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, যুগ্ম-সাধারণ মো.ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশাহ, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো.ইলিয়াস হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো.জামাল উদ্দিন শামীম প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।