রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ির রামগড়ে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও কার্যকর ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উপায় নিয়ে আলোচনা করা হয়।
৭আগষ্ট বৃহস্পতিবার দুপুরে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত সেমিনারে রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা: মোজাম্মেল হক, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঢাকা এর পরিচালক (প্রশিক্ষণ) ডা: গীতা রানী দেবী, প্রকল্প উপস্থাপন করেন সংস্থার উপ-পরিচালক ডা: নাবিল।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন, রামগড় থানার অফিসার্স ইনচার্জ মইন উদ্দিন প্রমূখ। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতের ইসলামী উপজেলা শাখার সভাপতি ফয়জার রহমান, রাবাউবি এর প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা, রামগড় প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন লাভলু, কারবারি এসোসিয়েশন এর সভাপতি আনন্দ মোহন ত্রিপুরা, সিএইচসিপি নাসির উদ্দিন। উপজেলা আইসিটি কর্মকর্তা ও ১নং রামগড় ইউপি প্রশাসক রেহান উদ্দিন এর সঞ্চালনায় সেমিনারে বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবার সুযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
বক্তাগন আরো বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এই সেবার মানোন্নয়ন ও পরিসর বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। বিশেষ করে, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া সহ সেমিনারে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। এতে আরো উপস্থিত ছিলেন সহকারী – বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক- সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, সিএইচসিপি, হেডম্যান – কারবারি, ধর্মগুরু, সাংবাদিক বৃন্দ।