রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে মানবিক সহায়তা দিচ্ছে ৪৩ বিজিবি

 রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে মানবিক সহায়তা দিচ্ছে ৪৩ বিজিবি

খাগড়াছড়ি প্রতিনিধি: গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারতে থেকে নেমে আসা ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় নাকাল পার্বত্য জেলা খাগড়াছড়ি বিভিন্ন উপজেলা। বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে রামগড়ে সীমান্ত এলাকার কয়েক শত পরিবার। মানবতার ডাকে সাড়া দিয়ে বানভাসী এসব মানুষকে উদ্ধার ও মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে এসেছে ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়ন।

সকাল থেকেই রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন এর নির্দেশনায় ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমদের নেতৃত্বে বিজিবির বেশ কয়েকটি উদ্ধারকারী দল ব্যাটালিয়ন আওতাধীন বিভিন্ন এলাকায় অন্তত ৩শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে। এছাড়াও এখন পর্যন্ত ৬শ জনকে উদ্ধার করে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজিবির আশ্রয় রেখেছে।

ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, বন্যায় দূর্গত মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া সহ ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।#

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post