• September 19, 2024

রামগড়ে বন্যায় পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের শিশু ও গো খাদ্য বিতরণ

 রামগড়ে বন্যায় পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের শিশু ও গো খাদ্য বিতরণ

রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: রামগড় উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামুল্যে উন্নতমানের শিশু ও গো খাদ্য বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে ৫শত ৫৫ পরিবারের মাঝে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে শিশু ও গো খাদ্য বিতরণ করা হয়।

বিতরণের ছিলো- প্রতি প্যাকেট শিশু খাদ্যের জন্য ১৮০ পরিবারে মাঝে চাল ২ কেজি, সয়াবিন তৈল ১ লিটার, মসুরি ডাল ১ কেজি, সুজি ১ কেজি, চিনি ১ কেজি, বিস্কুট ১ প্যাকেট ও গো খাদ্যে ৩৭৫ খামারিদের মাঝে ১০ কেজি ক্যাটেল ফিড রয়েছে।

জেলা প্রশাসন খাগড়াছড়ি হতে ২০২৪-২৫ অর্থবছরে জিআর হিসেবে প্রাপ্ত অর্থ হতে রামগড়ে এ সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন।

এসময় খাদ্য বিতরণে সার্বিক সহযোগীতা করেন উপজেলা যুব রেড ক্রিসেন্ট ও ছাত্র জনতা। এতে আরো উপস্থিত উপজেলা শিক্ষা কর্মকর্তা ইলিয়াস হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জমির উদ্দীন সহ উপকার ভোগী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply