রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলায় এক ব্যাক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনসহ কৃষি জমির উপরিভাগ, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য বিনষ্টের দায়ে ১নং রামগড় ইউনিয়নের ওয়াইফাপাড়া এলাকা থেকে মো: আবুল কাশেম (৫৬) নামক ব্যক্তিকে ” বালুমহাল ও মাটি ব্যবস্থপনা আইন, ২০১০(সংশোধিত- ২০২৩) এর ধারা ৭ ক এর উপধারা (গ) ও (ঘ) এর অপরাধে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অর্থদণ্ড অনাদায়ে আসামীকে সাজা পরোয়ানামূলে কারাগারে প্রেরণ করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম এ অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম এ প্রতিনিধিকে জানান, ঘটনাস্থল থেকে আনুমানিক ৩৭শত ঘনফুট বালু জব্দ করা হয়।
জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। তিনি আরো জানান,অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রাকৃতিক পরিবেশসহ আশেপাশের ভূমিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের জীবন ও জীববৈচিত্র হুমকির মুখে পড়ছে। এসব অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।