• April 25, 2025

রামগড়ে বালু উত্তোলনে দুই ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড

 রামগড়ে বালু উত্তোলনে দুই ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলায় দুই ব্যাক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার দায়ে বালু খেকো ব্যবসায়ী মো: সামসু ও বাবুল মিয়াকে  ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ১নম্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নজিরটিলা নামক স্থানে বালু উত্তোলনকারীর সাথে জড়িত দুই ব্যক্তিদ্বয়কে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করে নেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে- অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় উক্ত দুই ব্যক্তিকে এ অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ প্রতিনবধিকে জানান, উপজেলার একমাত্র বৈধ পয়েন্ট ব্যতীত অন্য কোন পয়েন্টে কাউকে অবৈধ পন্থায় বালু উত্তোলনে কোন প্রকার ছাড় দেয়া হবে না। এ অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান,আদায়কৃত অর্থ দ্রুত সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা প্রদান করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply