রামগড়ে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেয়ার করুন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্যেদিয়ে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে উদযাপিত হয়েছে। বুধবার (৩সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু করে নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত থেকে অংশগ্রহন করেন,জেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া, উপজেলা বিএনপি’র সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন- নুরুল আমীন মেম্বার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহআলম বাদশা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপি’র সভাপতি মো.বাহার উদ্দিন, সিনিয়র সহ- সভাপতি সুজায়েত আলী সুজা, সহ- সভাপতি মো.মহিউদ্দিন হারুন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস, যুগ্ম সম্পাদক আইনজীবী করিম উল্ল্যাহসহ জেলা ও উপজেলা – পৌর বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। তারই অংশ হিসেবে রামগড় বিএনপি পরিবার দিনব্যাপী নানান অনুষ্ঠানমালার আয়োজন করে।