• April 23, 2025

রামগড়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

 রামগড়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়(খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা:

রামগড় উপজেলার সোনাইপুল বাজার এলাকায় মঙ্গলবার ২২ এপ্রিল দুপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন দ্বারা পণ্য মোড়কজাত ও বিক্রয় করায় দায়ে ২ (দুই) জন ব্যক্তিকে ২ (দুই)টি পৃথক মামলায় “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০” অনুযায়ী মোট ১৫০০ (এক হাজার পাঁচশত টাকা) অর্থদণ্ড প্রদান করে আদায় করে ভ্রাম্যমান আদালত। অপরদিকে- প্রকাশ্যে সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন করে বিক্রয় করায় “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫” অনুযায়ী ৫০০ (পাঁচশত টাকা) অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।

এবিষয়ে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ প্রতিনিধিকে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আজ সচেতনতার লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে আইন অমান্যকারীদের কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না বলে জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply