রতন বৈষ্ণব ত্রিপুরা,রামগড়: খাগড়াছড়ি’র রামগড়ে ২০০৯ সালের সারডিলার নিয়োগ – বিতরণ নীতিমালা বহালের দাবিতে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) রামগড় উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন পালন করেছে। বিক্রেতারা দাবি করেন, অনুমোদনপ্রাপ্ত আইডি কার্ডধারী সাব-ডিলারদের বহাল রাখা এবং ট্রেড অর্গানাইজেশন (টি.ও) লাইসেন্স প্রদানের মাধ্যমে কৃষকের সেবা অব্যাহত রাখতে সরকার সচেতন হবেন।
২০ অক্টোবর সোমবার সকাল ১১টায় রামগড় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খুচরা সার বিক্রেতা ও কৃষক অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কাশেম। তিনি বলেন, আমরা প্রান্তিক কৃষকের সেবা করতে চাই, কিন্তু বারবার নীতিমালা পরিবর্তনের কারণে আমাদের জীবিকা হুমকির মুখে পড়েছে। সরকারের উচিত মাঠ পর্যায়ের বিক্রেতাদের মতামত গুরুত্বদেয়া। মানববন্ধনে প্রদান অতিথি হিসেবে অংশ গ্রহনকারী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমরা অনুমোদনপ্রাপ্ত আইডি কার্ডের মাধ্যমে নিয়মমাফিক সার বিক্রি করছি।
নতুন নীতিমালার কারণে অনিশ্চয়তা তৈরির সম্ভাবনা রয়েছে। তাই পুরাতন আইডি কার্ডধারীদের বহাল রেখে সবার জন্য টি.ও লাইসেন্স প্রদানের দাবি জানাচ্ছি। বক্তারা অভিযোগ করেন, নতুন নীতিমালায় অভিজ্ঞ বিক্রেতাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে, যা কৃষকদের সার প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। বক্তারা বলেন, যারা দীর্ঘদিন সৎভাবে কাজ করছেন, তাদের বাদ না দিয়ে বরং স্বীকৃতি দেওয়া উচিত। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা সংগঠনের সহ-সভাপতি মো.হানিফ, সদস্য বেলাল হোসেন, কৃষক প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ। মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম এর মাধ্যমে কৃষি সচিব এর বরাবর স্মারকলিপি প্রদান করেন।