রামগড়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: সারাদেশ ন্যায় যথাযথ মর্যাদায় রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস-২০২৪ উপলক্ষে ২৫ মার্চ সকাল ১১টায় পরিষদ হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও মমতা আফরিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মুফিজুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন, রামগড় থানা অফিসার ইনর্চাজ দেব প্রিয় দাস, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, কৃষি বিদ ও কৃষি অফিসার মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরে সরকারী-বেসরকারী কর্মকর্তা, পৌর কাউন্সিলর, রাজনৈতিক-সামাজিক জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
পরে রামগড় তথ্য অফিসের সহায়তায় বাজার এলাকায় ২৫ র্মাচ গণহত্যার উপর দূর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়।