• November 22, 2024

রামগড় উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা

 রামগড় উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে ৩য় বারের মত বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা আ’লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় ৩৮টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা নিয়ে ২৯৮ নম্বর আসনটি গঠিত। এর মধ্যে নির্বাচনে ১৯৬টি কেন্দ্রের মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মমতা আফরিন ফলাফল ঘোষণা কালে জানান, রামগড় উপজেলায় ২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪৫ হাজার ৮শত ৫২ জন। তার মধ্যে পুরুষ ২৩ হাজার তিনশত ১৯ জন এবং মহিলা ২২ হাজার পাঁচশত ৩৩ জন। তিনি বলেন,রামগড় উপজেলার ১৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল পাওয়া তথ্য মতে, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা (নৌকা) প্রতীকের মোট ভোট ২৪,১৩১, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা (লাঙ্গল) প্রতীকের ৬৩৮ ভোট, তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী উশ্যেপ্রু মারমা (সোনালী আঁশ) মার্কা প্রতীকের ৫৭৩ ভোট,ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী মো. মোস্তফা (আম) প্রতীকে পেয়েছেন ১৭৬৩ ভোট।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post