রামগড় উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃংখলা সভা

 রামগড় উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃংখলা সভা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি রামগড় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার (১০ফেব্রুয়ারি) সকাল ১২টায় উপজেলা পরিষদ হল রুমে কমিটির সভাপতি ইউএনও(ভা:) নির্বাহী মম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্যে রাখেন, ওসি মোহাম্মদ সামসুজ্জামান,মৎস্য অফিসার বিজয় কুমার দাশ, পৌর কাউন্সিলর আবুল বশর।

আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় রামগড়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বক্তাগন বলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তি-শৃংখলা বজায় রাখার দায়িত্ব সকলের কর্তব্য বলে অভিমত ব্যক্ত করেন। তবে অত্র উপজেলায় বিভিন্ন এলাকায় মাদক, শ্রীলং জুয়া খেলা, লাইসেন্স বিহীন টমটম পার্কিং – ভাড়া বৃদ্ধি, অবৈধ্য পাহাড় কাটা- বালু উত্তোলন বেড়ে গেছে। বিষয়টি বন্ধ না করলে সামনে আইন-শৃংখলা অবনতিসহ পরিবেশের উপর প্রভাব পড়বে ।

সভায় আরো বক্তব্য রাখেন, বিজিবি প্রতিনিধি, তথ্য অফিসার বেলাত হোসেন,উপজেলা দুপ্রক সভাপতি শাহআলম, বিজিবি প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক করিম শাহ্, বাজার কমিটির সদস্য শাহআলম।

এতে অরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বাজার কমিটির প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকগণ প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post