রামগড় বাজারে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
রামগড় প্রতিনিধি: পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের স্থিতিশীলতা রক্ষায় রামগড় ও সোনাইপুল বাজারে মনিটরিং করে ব্যবসায়ীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং এক দোকানিকে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস।
১৩ মার্চ বুধবার বেলা ১২টার সময় রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় মুদি দোকান ও ফল দোকানে বেশি দামে পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ‘কৃষি বিপনন আইন ২০১৮’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ এর বিভিন্ন ধারায় সোনাইপুল বাজারে জসিম স্টোর এর মালিক জসিম উদ্দিনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে আরোপিত অর্থপ্রদান করায় তাকে সতর্ক করে মুক্ত করে দেওয়া হয়।