রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে পানির ফিল্টার- সোলার প্যানেল প্রদান

রতন বৈষ্ণব ত্রিপুরা,রামগড়: খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানির ফিল্টার- সোলার প্যানেলসহ ৪টি আইপিএস প্রদান করা হয়েছে।
২৮ এপ্রিল সোমবার দুপুরে রামগড় উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন সরেজমিনে উপস্থিত থেকে উক্ত সামগ্রী প্রদান করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ প্রতিনিধিকে জানান, রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৪-২৫ অর্থবছরের আওতায় এডিপি থেকে ১টি Water Purification Filter (যা প্রতি ঘন্টায় ১শ লিটার পানি পিউরিফাই করে) এবং ১টি ৩শ ওয়াট ক্ষমতাসম্পন্ন Hybrid Solar Plant স্থাপন সহ টিআর বরাদ্দ থেকে ৪টি আইপিএস প্রদান করেন।
এদিকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনের সহযোগিতায় উচ্চ ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্যানেল ও পানির ফিল্টারসহ আইপিএস প্রদান করায় হাসপাতালের দীর্ঘদিনের অফুরন্ত চাহিদা পুরণ হয়েছে বলে জানান রোগী- অভিভাবকসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।