• December 3, 2024

রামগড়ে ইসলামী ব্যাংকের শাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: জীবনমান ও অর্থনৈতিক সমৃদ্ধির উন্নয়নে অংশিদারিত্ব করতে ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং আউটলেট রামগড় বাজার শাখার উদ্বোধ করা হয়েছে। ৫ডিসেম্বর বুধবার সকালে ব্যাংকটির এজেন্ট মেসার্স বিসমিল্লাহ ষ্টোর এর আয়োজনে খাঁন শপিং সেন্টার প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির চট্রগ্রাম উত্তর জোনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মো. সালেহ্ ইকবাল।

খাগড়াছড়ি শাখার ম্যানেজার মোহাম্মদ আবদুল গাফ্ফার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির সাবেক সাংসদ ও আওয়ামীলীগ নেতা একেএম আলীম উল্যাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক কাজী নুরুল আলমগীর, পৌরসভার প্যানেল মেয়র-১ আহসান উল্যাহ, রামগড় কলেজের সাবেক অধ্যাপক হারাধন মহাজন, রামগড় বাজার কমিটির সভাপতি আবুল হাশেম খাঁ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বারইয়ারহাট শাখার ম্যানেজার ও এফএভিপি মোহাম্মদ বোরহান উদ্দিন, ধন্যবাদ জ্ঞাপন করেন এজেন্ট ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক। পরে প্রধান অতিথি ফিতা কেটে শাখাটির শুভ উদ্বোধন করেন। এসময় ব্যাংকের উদ্বর্তন কর্মকর্তা, সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post