রামগড়ে কোটি টাকা ভারতীয় মোবাইল ফোন জব্দ
স্টাফ রিপোর্টার: রামগড় ব্যাটালিয়ন (৪৩) বিজিবি ৩২০ টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ২৯ জুলাই রাত ৪ঃ৩০ ঘটিকায় রামগড় ব্যাটেলিয়ন (৪৩) বিজিবি এর অধীনস্থ কাশিবাড়ি বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃমতিউর রহমানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি টহল দল কৃর্তক দায়িত্বপূর্ণ সীমান্তে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভেদা ব্রীজ নামক স্থানে নিজস্ব গোয়েন্দা ভিত্তিতে তথ্য পেয়ে থাকে।
তথ্যঅনুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি’ র টহল দল ঘটনাস্থল হতে ৩২০ টি ভারতীয় বিভিন্ন কোম্পানির মোবাইল জব্দ করেন। আটককৃত মোবাইলের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা হবে বলে জানা গেছে। জব্দকৃত সকল ভারতীয় মোবাইল সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।