রামগড়ে গৃহবধুর লাশ উদ্ধার, শাশুড়ি আটক
রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড়ে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।
পুলিশ ও স্থানিয়রা জানান, ২৩ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টার সময় রামগড় পৌরসভাধীন চৌধুরী পাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে এক সন্তানের জননী মনোয়ারা বেগম (৩২) নামে এক গৃহবধুর পরনের শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের শাশুড়ি শাহনাজ বেগম (৫৮) কে আটক করলেও নিহতের স্বামী দেলোয়ার হোসেন পলাতক রয়েছে।
নিহতের পিতা বেলাল হোসেন তার মেয়েকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখার দাবি করে এ প্রতিনিধিকে জানান, ৬ বছর আগে পারিবারিকভাবে দেলোয়ার হেসেনের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি তার মেয়েকে শারিরিক ও মানসিক নির্যাতন করতো। তিনি আরো জানান, গত দুই মাস আগে তার মেয়েকে মেরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সামাজিক বৈঠকে মেয়েকে স্বামীর বাড়িতে পাঠানো হয়। এদিকে পূর্ব বলিপাড়া সমাজবাসীর নিহতের স্বামী ও শাশুড়ির দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
রামগড় থানা অফিসার ইনচার্জ শামসুজ্জামান জানান, লাশ ময়না তদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন।