• May 14, 2024

রামগড়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

রতন বৈষ্ণব ত্রিপুরা,রামগড়: রামগড়ে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার- পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয় এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী(জাইকা) সহযোগীতায় রামগড় উপজেলা সমাজ কল্যাণ কমিটির বাস্তবায়নে মঙ্গলবার(১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পরিষদ মিলনায়তনে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। সন্ত্রাস জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, সামাজিক ব্যাধি রোধকল্পে গন্যমান্যব্যক্তিবর্গ, ইমাম, পুরোহিতদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার মু, মাহমুদ উল্লাহ মারুফ এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। এসময় বিশেষ অতিথি থেকে বক্তব্যে রাখেন সহকারী কমিশনার(ভূমি)সজীব কান্তি রদ্র, ওসি সামসুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমূখ।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আন্জুমানআরা আন্জুম সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটের- ইউজিডিপি ও স্থানীয় সরকার বিভাগের সদস্য মিন্টু চাকমা। এতে আরো উপস্থিত ছিলেন ইমাম, পুরোহিত, গন্যমান্যব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post