• May 19, 2024

রামগড়ে জাতীয় বীমা দিবস পালিত   

 রামগড়ে জাতীয় বীমা দিবস পালিত   
রামগড় প্রতিনিধি: সারাদেশের ন্যায় রামগড়ে উপজেলায় “বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এ স্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস ২০২২ পালিত হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) সকাল ১১টায় রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র রফিকুল আলম কামাল, অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউছার। এতে আরো বক্তব্যে রাখেন, রাসউবি এর প্রধান শিক্ষক আব্দুল কাদের, বিভিন্ন ব্যাংকের প্রদানগন সহ বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ।
আলোচনা সভায় বক্তাগন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। বঙ্গবন্ধুর বীমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে গত ১৫ জানুয়ারি আইডিআরএ’র অনুরোধে ১লা মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেন সরকার।  অংশগ্রহনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালে বক্তাগন আরো বলেন, বীমা খাতকে  জনগনের সেবায় আরো নিয়জিত করার আহবান  জানান।
এসময় উপস্থিত ছিলেন, সরকারী-বেসরকারী কর্মকর্তা, এনজিও,বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গন্যমান্যব্যক্তিবর্গ, স্থানীয় সংবাদকর্মী প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post