রামগড়ে জেলা পরিষদের সহযোগিতায় ৫ হাজার আমের চারা বিতরণ
রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে জেলা পরিষদ অর্থায়নে প্রান্তিক ২০০ কৃষকের মাঝে আমের চারা বিতরণ করা হয়েছে। ১৪ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ চারা বিতরণ করা হয়।
কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে আমের চারাগাছ বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। উপজেলা কৃষি অফিসার রাশেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, ওসি তদন্ত ফখরুল ইসলাম, ১ নং ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার। এতে উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপকারভোগীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদ চৌধুরী এ প্রতিনিধিকে জানান, জন প্রতি ২৫টি করে উপজেলার ২শতজন প্রান্তিক কৃষকদের মাঝে ৫ হাজার আমের চারাগাছ বিতরণ করা হয়। তার মধ্যে আম্রপালি ১০টি, কিউজাই ৫টি, ব্যানানা ৫টি, গৌরমতি ৫টি।