• March 14, 2025

রামগড়ে ত্রাণ পেলো পরিবহণ শ্রমিকরা

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: করোনার প্রভাবে রামগড় উপজেলায় ৭২৯ জন ট্রাক- সিএনজি ও ইজিবাইক চালক সমিতির সদস্য ও পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব কান্তি রুদ্র।

শনিবার (১১ এপ্রিল) শ্রমিকদের মাঝে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সহযোগিতায় সদস্য ও পরিবারের হাতে ত্রাণ হিসেবে ১০ কেজি করে চাউল তুলে দেয়া হয়।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম বদরুদ্দোজা এ প্রতিনিধিকে বলেন- বর্তমানে সারাদেশেরন্যায় রামগড়ে করোনার প্রভাবে ক্ষেতে খাওয়া কর্মজীবি মানুষরা অসহায় হয়ে পরছে। তাদেরে কথা বিবেচনা করে খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ট্রাক-সিএনজি ও ইজিবাইক চালক ও পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাত্র।

এ ধরনের কার্যক্রম মন্ত্রনালয়ের র্নিদেশক্রমে অত্র উপজেলায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন পিআইও মনসুর আহম্মদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী হোসেন, স্থানীয় সংবাদকর্মী, ট্রাক- সিএনজি ও ইজিবাইক চালক সমিতির সদস্য-সদস্যাসহ পরিবারের সদস্য বৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post