রামগড়ে দুর্গোৎপুজামন্ডপে দর্শনার্থী প্রশাসন জনপ্রতিনিধির পদধূলায় মূখরিত
রতন বৈষ্ণব ত্রিপুরা,রামগড়: মহামারী করোনায় স্বাস্থ্যবিধি মেনে ১৯২০ সালের প্রাচীন সাবেক মহকুমা শহরে পালিত হচ্ছে সনাতন ধর্মালম্বীর সবচেয়ে বড় সর্বজনীন শারদীয় দুর্গোৎপুজা। আজ মানব জাতির কল্যাণে ধর্ম, বর্ণ, নির্বিশেষে গড়ে উঠেছে মহামিলনে।
তারই দ্বারা অব্যাহত রেখে রবিবার(২৫অক্টোবর রাত সাড়ে ৮টায় রামগড়ের শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ী পুজা মন্ডপ পরিদর্শনের মধ্যেদিয়ে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সাবেক ত্যাগী ছাত্রলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, সদস্য পার্বত্য জেলা পরিষদের জুয়েল চাকমা, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, ইউএনও মু, মাহমুদ উল্লাহ মারুফ, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, ওসি সামসুজ্জামান, ওসি তদন্ত মনির হোসেন, সাবেক জেলা পরিষদ সদস্য মংপ্রু চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন।
পুজামন্ডপ পরির্দশন কালে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন- জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের মানুষ অনাবিল আনন্দে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে সর্বজনীন শারদীয় দুর্গোৎসব পালনের মাধ্যমে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। অপরদিকে- সাবেক ত্যাগী জেলা ছাত্রনেতা ও জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি সময়োপযোগী শ্লোগান রয়েছে-‘ধর্ম যার যার, উৎসব সবার’ যা আজ আমাদের সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করে তুলেছে। তিনি আরো বলেন সম্প্রতি মহামারি করোনা প্রার্দুভাবের হাত থেকে রক্ষার্থে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
এতে সফর সংঙ্গী হিসেবে ছিলেন-খাগড়াছড়ি জেলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার হোসেন,প্যানেল মেয়র-১ আহসান উল্ল্যাহ, সংরক্ষিত মহিলা সদস্যা কনিকা বড়ুয়া, ১,২ও ৩ নং পৌর ওয়াডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিবি আয়শা, সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, গুইমারা উপজেলা আ’লীগের সহসভাপতি সমীর পাল- আইয়ুব আলী, গুইমারা উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল, ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক কাজী আলমগীর- সাংগঠনিক সম্পাদক শাহআলম ও প্রদেশ ত্রিপুরা, পৌর আ’লীগের সভাপতি রফিকুল আলম কামাল, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের রামগড় পৌর সাধারন সম্পাদক হানিফ পাটোয়ারী, শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ী পরিচালনা পরিষদের সভাপতি শ্যামল রুদ্র- সম্পাদক প্রমোদ বিহারী নাথ ও কমিটির সদস্য-সদস্যা প্রমুখ। পরে জনপ্রতিদ্বয় পৃথক পৃথক ভাবে পুজা পরিচালনা পর্ষদের পরির্দশন বহিতে স্বাক্ষর করেন এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কমিটির সভাপতি-সম্পাদক মন্ডলীর হাতে নগদ অর্থ প্রদান করেন।