• November 21, 2024

রামগড়ে ফারুক হত্যার মূল আসামী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: রামগড়ে আধুনিক তথ্য প্রযুক্তির ব‍্যাবহার করে ২০দিন পর বহুল আলোচিত ফারুক হত্যার মূল আসামীকে আটক করেছে রামগড় থানার পুলিশ। গত১১/৭/২০২০ইং রামগড় পৌরসভার ৭নং ওয়াড কালাডেবা এলাকায় চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী উপেন্দ্র ত্রিপুরার ছেলে মৃদুল কান্তি ত্রিপুরা (১৮)ওরফে আকাশকে কালাডেবা বাজার থেকে আটক করা হয় বলে পুলিশ জানায়।

রামগড় থানা পুলিশের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ১১/৭/২০২০ইং রাত অনুমান ১০.৩০ ঘটিকার স্থানীয় কালাডেবাবাজার থেকে ফারুক বৃষ্টি জনিত কারনে মাথায় ছাতা দিয়ে পায়ে হেঁটে একা একা নিজ বাড়িতে যাওয়ার সময় বর্ণিত আসামী সাথে রাস্তায় দেখা হয়। উল্লেখ‍্য যে হত্যার ঘটনার কয়েকদিন আগে আসামী মৃদুল কান্তি ত্রিপুরা কালাডেবা কাউন্সিলের সড়কের রাস্তার ব্রীজের উপর সন্ধ্যায় বসে দুই পা মেলিয়া মোবাইল ফোনে কথা বলছিল এই সময় ওমর ফারুক এর পায়ের সাথে তার পায়ের ধাক্কা লাগে এসময় আসামী মৃদুল সরি কাকা বললেও ফারুক উত্তেজিত হইয়া আসামী মৃদুলের গালে সজোরে থাপ্পড় মারে বেয়াক্কেল বলিয়া গালিমন্দ করে। বর্ণিত কারণে আসামী মৃদুল মানসিক ভাবে ক্রোধান্বিত হয়ে পরে সে সুযোগ খুঁজে থাকে ফারুককে উচিত শিক্ষা দেওয়ার জন্যে। এরই ধারাবাহিকতা ঘটনার দিন ওমর ফারুক কালাডেবা বাজার থেকে রাত ১০.১০ঘটিকায় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়।

ঐসময় আসামী মৃদূল বাজার হইতে ফলো করিয়া ভিকটিমের পুর্বে সে কাউন্সিলের সড়কের ব্রীজের উপর অবস্থান নেয় এবং একটি কাঠের চেলি সংগ্রহ করিয়া পুর্বেই সে সেখানে অপেক্ষা করতে থাকে। অনুমান ৫ মিনিট পরে ফারুক গুটি গুটি বৃষ্টির মধ্যে মাথায় ছাতা দিয়ে হেড ফোনে মোবাইলে কথা বলা অবস্থায় বর্ণিত ব্রীজ পার হইলে আসামী মৃদুল ফারুকের পিছু নেয় কিছুক্ষণের মধ্যে ভিকটিম ফারুক আলোচ‍্য মামলার ঘটনাস্থল বর্ণিত সড়কের আইয়ুব আলি ভুঁইয়ার পারিবারিক কবস্থানের উপর সজোরে আঘাত করে গুরতর রক্তাক্ত জখম করে ফারুককে অসচেতন করিয়া তাহার হাতের ১ টি শাওমি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। বর্ণিত আঘাতে ফারুকের মাথায় মারাত্মক জখম হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। পরবর্তীতে অতিরিক্ত রক্ত ক্ষরনে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যু বরন করে।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামছুজ্জামান বলেন তার নেতৃত্বে গত ২০ দিনের পুলিশের অক্লান্ত পরিশ্রমে খাগড়াছড়ি পুলিশ সুপার আবদুল আজিজ অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল সৈয়দ মোহাম্মদ ফরহাদ এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মনির হোসেন এর সহায়তা এসআই অজয় চক্রবর্তী আধুনিক তথ্য প্রযুক্তির ব‍্যাবহার করে রামগড় কালাডেবা বাজার থেকে আসামি মৃদুল কান্তি ত্রিপুরাকে আটক করতে সক্ষম হয়। তিনি আরও জানান আসামির বিরুদ্ধে রামগড় থানায় গত ১১/৭/২০২০ ৩০২/৩৪প‍্যানেল কোড এ মামলা হয়েছে। মামলাটি তদন্তধীন রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post