রামগড়ে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্ণামেন্ট’র ফাইনাল
খাগড়াছড়ি প্রতিনিধি: হাজারও দর্শকের উপস্থিতিতে রামগড়ে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় শেখ রাসেল স্মৃতি সংসদ ৪৬ রানে নাইট রাইডার্স কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে। গত শুক্রবার বিকেলে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে রানার আপ হয় নাইট রাইডার্স । রামগড় বাজার যুব পরিষদ আয়োজিত উক্ত টূর্নামেন্টে এ রামগড় পৌরসভার মেয়র কাজী শাহজাহান (রিপন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ, কাউন্সিলর বিষ্ঝু দত্ত, আওয়ামীলীগ নেতা আনন্দ মোহন ত্রিপুরা, যুবলীগ নেতা আনোয়ার ফারুক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌর যুবলীগ নেতা এম এ তারেক সুমন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ জাহিদ ছোটন, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলুসহ জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন উপজেলার কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করেন। বিজয়ী দলকে ট্রফি ও বিভিন্ন ধরনের পুরষ্কার এবং রানার আপকে ট্রফি প্রদান করার পাশাপাশি এসময় পুরো টূর্নামেন্টের ম্যান অব দি ম্যাচ, ম্যান অব দি সিরিজ, সেরা বোলার, ব্যটসম্যান, উদিয়মান খেলোয়াড়দের মাঝেও বিশেষ পুরষ্কার বিতরণ করা হয়।
গত ১২ এপ্রিল বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হয়ে আজ ফাইনালের মাধ্যমে এ আসরের সমাপ্তি হয়। টুর্ণামেন্টে রামগড় ছাড়াও আশেপাশের বিভিন্ন উপজেলার ৯ টি দল অংশগ্রহণ করে।