রামগড়ে বিজিবি’র অভিযানে ভারতীয় গাঁজা জব্দ
রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: রামগড় জোন ও ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন শুক্রবার (২৬আগস্ট) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গাঁজা জব্দ করেছে বিজিবি জোয়ানরা।
কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় জোন এর অধীনস্থ কয়লারমুখ চেকপোস্ট এ কর্মরত একটি টহল দল চট্রগ্রাম জেলার জোরালগঞ্জ থানার অন্তর্গত দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। যার বর্তমান বাজার মূল্যে ১৭ হাজার ৫শত টাকা।
জব্দকৃত গাঁজা জোরারগঞ্জ থানায় হস্তান্তর সহ মামলা দায়ের করা রয়েছে। যা পরবর্তিত্বে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে বলে জানান বিজিবি কর্তৃপক্ষ।
রামগড় জোন ও ৪৩ বিজিবি পরিচালক অধিনায়ক লে: কর্ণেল মো: হাফিজুর রহমান, পিএসসি, এ প্রতিনিধিকে জানান জোনের অধীনস্থ এলাকার সীমান্তে পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।