রামগড়ে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি’র রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বিজিবি ও ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সৌজন্য বৈঠক বৃহস্পতিবার বেলা ১১টায় রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এর আগে রামগড় স্থলবন্দর সীমান্তে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আব্দুল হাই এর নেতৃত্বে ১৬সদস্যের প্রতিনিধি দল এবং বিএসএফ উদয়পুর সেক্টর কমান্ডার ডিআইজি জামিল আহাম্মেদ খাঁন এর নেতৃত্বে ১৪ ৎসদস্যের প্রতিনিধি দলের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় দুই দেশের সীমান্ত সংক্রান্ত সমসাময়িক আলোচনা ছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু চুরি, নারী ও শিশু পাচার এবং মাদক, চোরাচালান রোধের সিন্ধান্ত হয় এছাড়া দুই দেশের সীমান্তে বসবাসকারী জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষা, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, ভারতীয় কর্তৃপক্ষ অবৈধ ভাবে ৩৫টি পানির পাম্প দিয়ে বাংলাদেশ সীমান্তে ফেনী নদী হতে পানি উত্তোলন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বিজিবি’র গুইমারা সেক্টর কমান্ডার ছাড়াও বৈঠকে আরো উপস্থিত ছিলেন, জামিনীপাড়া জোনের ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাহমুদুল হক, পলাশপুর জোনের ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল সাইফুল্যাহ মিরাজুল আলম, রামগড় ৪৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল তারেকুল হাকিমসহ বিজিবি বিভিন্ন ব্যাটালিয়নের পদস্থ কর্মকর্তাগণ।
অপরদিকে, ভারতীয় বিএসএফ সদস্যদের মধ্যে ৩১বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক শ্রী রাজিব কুমার, ৩৪ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক শ্রী শ্যামল কুমার, ৬৬বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক শ্রী দীনেশ কুমারসহ বিএসএফ এর পদস্থ কর্মকর্তাগণ সভায় অংশ নেন। পরে দুপুরের মধ্যান্য ভোজ শেষে দুই দেশের প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে শুভেচ্ছা উপহার বিনিময় শেষে বিকেল সাড়ে ৩টার সময় ভারতীয় বিএসএফ দলটি রামগড় স্থলবন্দর সীমান্ত এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করেন।