রামগড়ে ভোটার দিবসে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে শোভাযাত্রা, সাড়া ছিলনা ভোটারের

শেয়ার করুন

রামগড় প্রতিনিধি: ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই প্রতিপাদ্যেকে সামনে সারাদেশে ন্যায় দ্বিতীয়বারের মতো পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।

নির্বাচন কমিশন ঘোষিত বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো জমজমাট প্রোগ্রাম ও বাজেট থাকলেও রামগড়ে পালিত হয়েছে দায়সারা ভাবে। সোমবার রামগড় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দায়সারাভাবে একটি র‌্যালি বের হলেও র‌্যালিতে ছিলনা সাধারন ভোটারদের সাড়া। ভোটাদের কোনরকম অংশগ্রহন না দেখে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে র‌্যালিটি শেষ করা হয়। র‌্যালি ও আলোচনা সভায় রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদরুদ্দোজা, অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান সহ ১০-১২জন সরকারী কর্মকর্তা ও একজন মুক্তিযোদ্ধাসহ ছাত্রছাত্রীরা অংশগ্রহন করেন। এদিকে ছাত্রছাত্রীরা নিয়মিত রুটিন ক্লাস না করে অংশ নেয়।

ভোটার দিবসে উৎসাহ উদ্দীপনা না থাকা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, গতবারের মতো অনুষ্ঠানের বাজেট আত্মসাৎ করার অসৎ উদ্দেশ্যে রামগড়ে এই গুরুত্বপুর্ণ দিবসের প্রচার প্রচারনা ছিলনা। গত বছরও দিবসটি দায়সাড়া এভাবেই পালন করে মোটা অংকের বিল ভাউচার উপস্থান করার কালে সাবেক ইউএনও বিল ভাউচারে স্বাক্ষর করেননি। জানা যায়, উপজেলার অধিকাংশ মিডিয়াকর্মী অনুষ্ঠানের কোন কর্মসূচি জানতে পারেননি।

রামগড় উপজেলা নির্বাচন অফিসার বিশ্বাস সুজন কুমার এর কাছে জানতে চাইলে তিনি জানান, অনেককেই চিঠি দেয়া হয়েছিল কিন্তু তারা না আসলে আমাদের কি করার আছে।