রামগড়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: মঙ্গলবার(৭ জানুয়ারী) রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ টাউন হল থেকে ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনা(ভূমি)ও উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সারোয়ার উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় থানা অফিসার ইনচার্জ সামসুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, প্যানেল মেয়র কনিকা বড়ুয়া,সাবেক মুক্তিযোদ্ধা মফিজুর রহমান,সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা রামেশ্বর শীল এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক প্রমুখ। এসময় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রামগড় উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরী।