• December 21, 2024

রামগড়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে রামগড় পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সংগঠন-সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০১৯।

ভোর ৬টায় ৩১বার তোপধ্বনি শেষে সকাল সাড়ে ৬টায় বিজয় ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পন করেন,উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, রামগড় পৌরসভা, উপজেলা আ’লীগ ও অংগ সংগঠন, রামগড় উপজেলা প্রেসক্লাব, রামগড় প্রেস ক্লাব, সরকারী-বেসরকারী বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনতা। সকাল সাড়ে ৮টায় রা,স,উ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি থেকে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী ও ইউএনও উম্মে ইসরাত ও অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) সৈয়দ মোহাম্মদ ফরহাদ। উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্ম্রাচিং চৌধুরী’র সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর সভাপতিত্বে বেলা ১১টায় উপজেলা টাউনহলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) সৈয়দ মোহাম্মদ ফরহাদ, সহকারী কমিশনার (ভূমি) সারোওয়ার উদ্দিন, অফিসার ইনচার্জ তারেক মোঃ আবদুল হান্নান, উপজেলা র্নিবাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার, উপজেলা আ’লীগ সভাপতি মোস্তফা হোসেন – সাধারন স.নুরুল আলমঅলমগীর, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ প্রমুখ। পরে অতিথিদ্বয় বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুলদিয়ে বরনকরাসহ স্মাট জাতীয় ভোটার আইডি র্কাড তুলেদেন।

এতে আরো উপস্থিত ছিলেন, রামগড় পৌর মেয়র মোহম্মদ শাহজাহান কাজী রিপন, যুবলীগ সভাপতি আবদুল কাদের, ১নং ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার, অফিসার ইনচার্জ তারেক মোঃ আবদুল হান্নান, প্যানেল মেয়র ১ আহসান উল্যাহ, আ’লীগ নেতা রফিকুল ইসলাম কামাল, আ’লীগ নেতা রিয়াজ উদ্দিন রিপনসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক,স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post