• December 21, 2024

রামগড় আনন্দ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত

রতন বৈষ্ণব ত্রিপুরা:  রামগড় পৌর সভাধীন মাষ্টারপাড়া আনন্দ বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ‘দানোত্তম কঠিন চীবরদানোৎসব’ পালিত হয়েছে। শুক্রবার(৬ নভেম্বর) দিনব্যাপী ‘দানোত্তম কঠিন চীবরদানোৎসব’ স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়।

ধর্মসভায় সভাপতিত্ব করেন আনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ-য়েদা। কঠিন চীবরদান উৎসবে প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন রামগড় মহামনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ:সোম্মানা মহাথের। এছাড়াও গুইমারা উপজেলা জামতলী বিহারের অধ্যক্ষ উ: কেলাশা মহাথেরসহ বরইছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ: চাইন্দামেচু প্রমুখ ধর্মদেশনা প্রদান করেন।

কঠিন চীবরদানোৎসব অনুষ্ঠানের মুল পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী(অপু), সাবেক জেলা পরিষদের সদস্য মংপ্রু চৌধুরী,উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, সংরক্ষিত মহিলা সদস্যা কনিকা বড়ুয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি-গন্যমান্য ব্যক্তিবর্গসহ পরিচালনা কমিটির সদস্য-সদস্যা বৃন্দ প্রমুখ। আনন্দ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি খ্যাচিংপ্রু চৌধুরী ও সাধারণ সম্পাদক উক্যচিং চৌধুরী বক্তব্য রাখেন।

কমিটির সাধারণ সম্পাদক উক্যচিং চৌধুরী প্রতিনিধিকে বলেন, দিনব্যাপী অনুষ্ঠানে ছিলো জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পঞ্চশীল ও চীবরদান, মধ্যাহ্ন ভোজ, ধর্মদেশনা, প্রদীপ পুজা ও চুলামনি ধাতু উদ্দেশ্যে ফাঁনুস বাতি উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post