পাহাড়ের আলো: গতকাল রাত আনুমানিক ১১:০০ঘটিকায় খাগড়াছড়ি জেলার রামগড় সরকারী ডিগ্রী কলেজ, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রামগড় উপজেলার কালাডেবা বাজার হতে বৈরাগী টিলা নিজবাড়িতে ফেরার পথে দূর্বৃত্তরা দেশীয় অস্ত্রদ্বারা অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক জখম করে রাস্তায় ফেলে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ০২:৩০ ঘটিকায় ইন্তেকাল করে (ইন্নালিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল খাগড়াছড়ি জেলা বিএনপির দপ্তর সম্পাদক মারিয়াম আক্তার মনি স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এই হত্যাকান্ডে জড়িত ব্যাক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শান্তির ব্যাবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং এহেন ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।