রামগড় সীমান্তে ভারতীয় ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি: রামগড় ৪৩ বিজিবি”র অভিযানে ৫ ডিসেম্বর সোমবার দুপুর ১.৪০ টার সময় আঁধারমানিক বিওপি”র একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপু”র থানার অধিনস্থ আঁধারমানিক চা বাগান নামক স্থান থেকে ভারতীয় ২” শত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
৪৩ বিজিবি”র আধাঁরমানিক বিউপি”র টহল দল সুত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ২”শত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়,বিজিবি”র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় ফেন্সিডিল ভূজপুর থানায় জিডি এন্ট্রি করা হয়েছে এবং পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।
রামগড় ৪৩ বিজিবি”র জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান, পিএসসি জানান সীমান্ত সুরক্ষার পাশাপাপাশি মাদক “চোরাচালান রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে।