রাসেল উদ্ধারের দাবীতে উত্তাল খাগড়াছড়ি, মিছিল-সমাবেশ

শেয়ার করুন

                                               ব্যবসায়ী রাসেল অপহরণের ১৭দিন অতিবাহিত

খাগড়াছড়ি প্রতিনিধি:  অপহৃত খাগড়াছড়ির ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম রাসেলকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে খাগড়াছড়ি জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

২৫ নভেম্বর শনিবার খাগড়াছড়ি জেলা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল কালে শাপলা চত্বর কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। পরে অনুষ্ঠিত সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির আহবায়ক অধ্যক্ষ মোঃ আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো: মজিবুর রহমান। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে অপহৃত কাঠ ব্যবসায়ী রাসেলকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া না হলে পার্বত্য চট্টগ্রামের সকল শান্তিকামি মানুষকে সাথে নিয়ে কঠিন আন্দোলনের মাধ্যমে তিন পার্বত্য জেলাকে অচল করে দেয়ার হুশিয়ারি দেয়া হয়।

৯ নভেম্বর কাঠ ব্যবসায়ী রাসেলকে অপহরণ করে পার্বত্য অঞ্চলের সশস্ত্র আঞ্চলিক সন্ত্রাসীরা। এ ঘটনায় ২৪ নভেম্বর খাগড়াছড়ি জেলা পুলিশ অপহরণকারীদের মাস্টারমাইন্ড ৩ জনকে আটক করেছে।

Leave a Reply