রাসেল মিয়া হৃদয় ‘কে প্রেসিডেন্ট করে ‘বঙ্গ ফাউন্ডেশন’ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
পাহাড়ের আলো: বৈশ্বিক মহামারি ‘করোনা’ (কোভিড-১৯) ভাইরাস গ্রাস করেছে সারা বিশ্বকে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম বারের মত করোনা রোগি শনাক্ত হয়। এখন পর্যন্ত ক্রমে ক্রমে বেড়েই চলেছে সংক্রমনের সংখ্যা। এমন অবস্থায় হতদরিদ্র-কর্মহীন মানুষেরা পড়েছেন বিপাকে। আর শুরু থেকেই-অসহায়দের পাশে আমরা.. এই স্লোগানকে সামনে রেখে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে বঙ্গ ফাউন্ডেশন।
৬জুন সকলের সম্মতিক্রমে গঠিত হল বঙ্গ ফাউন্ডেশন এর কমিটি ২০২০। সামাজিক দূরত্ব বজায় রেখে গত ৭জুন বঙ্গ টিভি অফিসে ঘোষণা করা হয়েছে বঙ্গ ফাউন্ডেশন এর নব গঠিত কমিটি ২০২০। সকলের উপস্থিতিতে এবং কন্ঠ ভোটে কমিটিতে যারা মহতিকর্মের দায়িত্ব পেয়েছেন তারা হলেন- ১. প্রেসিডেন্ট – রাসেল মিয়া হৃদয় ২. ভাইস প্রেসিডেন্ট – আলহাজ্ব আব্দুর রশীদ ৩. ভাইস প্রেসিডেন্ট – আমিনুল ইসলাম ৪. ভাইস প্রেসিডেন্ট – তপু খান ৫. জেনারেল সেকরেটারি – শাহ রফিকুজ্জামান (এস.এম.এস. মিথুন) ৬. জয়েন্ট জেনারেল সেকরেটারি – রিয়াদ মাসুদ ৭. জয়েন্ট জেনারেল সেকরেটারি – শাহরিয়ার হৃদয় ৮. ফিনেন্স এডিটর–আনোয়ার শাহী ৯. অরগানাইজেশন সেকরেটারি – কানিজ ফাতিমা পারভীন ১০. কো- অরগানাইজেশনাল সেকরেটারি – হাওলাদার নাজমুল ১১. অফিস সেকরেটারি–ম.ফারুক ১২. ইন্টারনেশনাল এফ্যেয়ারস সেকরেটারি – রূপক চৌধুরী ১৩. কো-ইন্টারনেশনাল এফ্যেয়ারস সেকরেটারি – মো: শাখাওয়াত হোসেন ১৪. ল এন্ড ওয়েলফেয়ার সেকরেটারি – মো: মারুফ হোসেন ১৫. পাবলিসিটি এন্ড পাবলিকেশন সেকরেটারি – মোল্লা বাবুল রাজা ১৬. আই.টি সেকরেটারি – মো: সোলায়মান মামুন ১৭. কো- আই.টি সেকরেটারি – মো: শাহাবুদ্দিন আহম্মেদ সুমন ১৮. লিটারেচার এন্ড কালচার সেকরেটারি – উত্তম অধিকারী ১৯. উইমেনস ইশ্যুস সেকরেটারি – জয়নব বিন্তে কামাল আঁখি এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ২০. শওকত আলী ২১. বিলকিস ইসলাম ২২. আনিসুর রহমান ২৩. আরিফুল ইসলাম সুজন ২৪. শাহ এমদাদুল হক ও ২৫. নিলুফা মুন্নি।
কমিটি ঘোষণা শেষে নতুন কমিটির সদস্যগন প্রেসিডেন্টকে ফুল দিয়ে বরন করে নেন এবং প্রেসিডেন্টও নতুন কমিটির সহকর্মীদের একটি করে গোলাপ উপহার দেন । এসময় বঙ্গ ফাউন্ডেশন এ উপস্থিত সকলে একসাথে কাধে কাধ মিলিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যাক্ত করেছেন। সেইসাথে বঙ্গ টিভি বঙ্গ ফাউন্ডেশন এর মিডিয়া পার্টনার হিসেবে সকল প্রকার সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।