• April 19, 2025

লক্ষ্মীছড়িতে আওয়ামীলীগের শোকসভা অনুষ্ঠিত

 লক্ষ্মীছড়িতে আওয়ামীলীগের শোকসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: আগস্ট মাসের শোককে শক্তিতে রুপান্তরিত করতে এবং বিএনপি ও জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র সৃষ্টির চেষ্টার প্রতিবাদে লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগষ্ট সকালে লক্ষ্মীছড়ি কমিউনিটি সেন্টারে এ শোকসভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি রে¤্রাচাই চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের য্গ্নু সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন বেপারী। বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য আব্দুল জব্বার, কল্যাণ মিত্র বড়ুয়া, মো: মাঈন উদ্দিন, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে প্রমুখ। স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি জয়নাল আবেদিন।

এসময় বক্তারা বলেন, এ দেশের মানুষ বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বিশ্বাস করে এবং তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। কিন্তু জামায়াত বিএনপি উন্নয়ন ও স্বাধীনতা বিশ্বাস করেনা। শেখ হাসিনা সরকারের উন্নয়ন ইতিহাস হয়ে খাকবে। পদ্ধাসেতু করে শেখ হাসিনা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। মুজিববর্ষে ভূমিহীনদের ঘর উপহার দিয়েছে। বক্তারা আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post