• December 21, 2024

লংগদুতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি

মো: আবদুর রহিম,লংগদু,রাঙ্গামাটি: ‘নিজ আঙ্গীনা পরিস্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি’ প্রতিপাদ্যের আলোকে দেশব্যাপি মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক এক র‌্যালির আয়োজন করা হয়। ১আগস্ট বৃহস্পতিবার এ আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়ের নেতৃত্বে র‌্যালিটি উপজেলা সদর থেকে শুরু করে বাইট্রাপাড়া বাজারে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী,বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও স্কাউট সদস্যবৃন্দ উপস্থিত ছিল ।

র‌্যালি শেষে বাইট্রাপাড়া বাজারেযাত্রী ছাউনির সামনে উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে র‌্যালিত্তোর জনসচেতনতামুলকবক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাঅরবিন্দু চাকমা,লংগদু থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post